ঝোঁক [ jhōnka ] বি. ১. ঝুঁকে থাকার ভাব; ২. নীচের দিকে টান; আকর্ষণ; ৩. পক্ষপাত; ৪. শখ, আগ্রহ (ছবি আঁকায় তার একেবারেই ঝোঁক নেই, দেশভ্রমণের ঝোঁক); ৫. ঘোর, প্রভাব (নেশার ঝোঁক)।
[বাং. ঝুঁকা < হি. ঝুঁকা]।
ঝোঁক ধরা [ jhōnka dharā ] ক্রি. বি. বায়না করা, কিছু পাবার জন্য আবদার বা দাবি করা।
Leave a Reply