ঝুল১ [ jhula ] বি. ১. ঝোলার ভাব, আনতি, ঝোঁক (অত ঝুল দিয়ো না; পড়ে যাবে); ২. নীচের দিকে পরিমাপ (জামার ঝুলটা বেশি হয়েছে)।
[হি. ঝুল]।
ঝুল২ [ jhula ] বিণ. (অশা.) বাজে, খারাপ (একটা ঝুল সিনেমা দেখে এলাম)।
[ঝুল দ্র (যা ঝুলিয়ে দেয় এই অর্থে)]।
ঝুল৩ [ jhula ] বি. মাকড়সার জালের সঙ্গে আটকে থাকা বা মিশে থাকা ধোঁয়ার কালি (ঝুল জমেছে)।
[তু. হি. ঝোল (ময়লা, ছাই)]।
Leave a Reply