ঝাঁ ঝাঁ বি. ১. তীব্র উত্তাপের ভাব (রোদ ঝাঁ ঝাঁ করছে); ২. জ্বালাবোধ (মাথাটা ঝাঁ ঝাঁ করছে); ৩. অত্যন্ত তাড়াতাড়ি (ঝাঁ ঝাঁ করে কাজ সারা)। ☐ বিণ. তীব্র উত্তাপের ভাবযুক্ত (এই ঝাঁ ঝাঁ রোদ্দুরে কোথায় যাচ্ছ?)। Category: ঝ, বাংলা অভিধানপূর্ববর্তী:« ঝাঁপরবর্তী:ঝাঁক »
Leave a Reply