ঝলসা [ jhalasā ] ক্রি. ঝলসানো।
[সং. √ জ্বল। হি ঝল্সানা-তু. হি. জলুস]।
ঝলসানি বি. ঝলসানোর ভাব বা অবস্হা।
ঝলসানো ক্রি.
১. ধাঁধিয়ে দেওয়া, তীব্র আলোকে দৃষ্টি আচ্ছন্ন করা (চোখ ঝলসানো);
২. অর্ধদগ্ধ করা (আগুনে মাংস ঝলসানো)।
☐ বি. উক্ত দুই অর্থে।
☐ বিণ. ধাঁধায় এমন (চোখ-ঝলসানো রূপ); অর্ধদগ্ধ, দগ্ধপ্রায় (ঝলসানো মাংস)।
[বাং. √ ঝলসা + নো]।
ঝলসিত বিণ. ঝলসানো হয়েছে বা ঝলসেছে এমন।
Leave a Reply