ঝরা [ jharā ] ক্রি.
১. ক্ষরিত হওয়া, ফোঁটায় ফোঁটায় বা ধারায় পতিত হওয়া (জল ঝরছে);
২. খসে পড়া, বিচ্যুত হয়ে নীচে পড়া (আমের বোল ঝরছে, ফুল ঝরছে);
৩. ক্ষীণ ধারায় নির্গত হওয়া (ফোঁড়া দিয়ে রক্ত ঝরছে)।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে (রক্ত ঝরা, ঝরা ফুল)।
[সং. √ ঝৃ + বাং. আ]।
ঝরই, ঝরু (ব্রজ.) ক্রি. ঝরে।
ঝরানো ক্রি. ১. ক্ষরিত হওয়া; ২. খসিয়ে ফেলা। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।
Leave a Reply