ঝরঝর [ jharajhara ] বি.
১. ক্রমাগত লক্ষণ, পতন বা প্রবহিত হওয়ার শব্দ (চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে);
২. পরিচ্ছন্নতার ভাব (ঘরদুয়ার ঝরঝর করছে)।
☐ ক্রি-বিণ. অবিরল ধারায় (‘ঝরঝর বরিষে বারিধারা’: রবীন্দ্র)।
[সং. ঝর্ঝর]।
ঝরঝরা ক্রি. ঝরঝর করে পড়া (‘বাদল ঝরঝরে’: রবীন্দ্র)।
ঝরঝরে বিণ.
১. পরিষ্কারপরিচ্ছন্ন (ঘরদোর ঝরঝরে রাখে);
২. তাজা, হালকা, সুস্হ (শরীরটা বেশ ঝরঝরে লাগছে);
৩. গোটা-গোটা ও শক্ত (ঝরঝরে ভাত);
৪. স্পষ্ট ও পরিচ্ছন্ন (ঝরঝরে হাতের লেখা);
৫. ঝাঁঝরা, বিনষ্ট (পরকাল ঝরঝরে হওয়া)।
Leave a Reply