ঝমঝম [ jhama-jhama ] বি. ১. বৃষ্টি পড়ার শব্দ; ২. মল নূপুর প্রভৃতি পায়ে দিয়ে চলার শব্দ।
[ধ্বন্যা.]।
ঝমরঝমর বি. মল নূপুর ইত্যাদির জোর এবং ক্রমাগত শব্দ।
ঝমঝমিয়ে ক্রি-বিণ. ক্রমাগত প্রবল ভাবে ঝমঝম শব্দে (ঝমঝমিয়ে বৃষ্টি পড়া)।
ঝমাঝম ক্রি-বিণ. ক্রমাগত প্রবলভাবে ঝমঝম শব্দে (ঝমাঝম বৃষ্টি পড়ছে, ঝমাঝম বাজনা বাজে)।
Leave a Reply