ঝকঝক, ঝকমক [ jhaka-jhaka, jhaka-maka ] বি.
১. তীব্র আলো বা ঔজ্জ্বল্যের ভাব (আনন্দে চোখ ঝকমক করে উঠল);
২. অত্যন্ত পরিষ্কার ও সুসজ্জিত ভাব বা অবস্হা (ঘরদোর ঝকঝক করছে)।
[তু. তুর. চকমক]।
ঝকঝকানো, ঝকমকানো ক্রি. বি. ঝকঝক বা ঝকমক করা।
ঝকঝকানি, ঝকমকানি বি. ঝকঝক করার ভাব।
ঝকঝকে, ঝকমকে বিণ. ঝকঝক করছে এমন (ঝকঝকে থালাবাসন)।
Leave a Reply