ছুটি [ chuṭi ] বি.
১. অবসর, অবকাশ, ফুরসত (সকাল থেকে একটুও ছুটি মেলেনি);
২. দৈনিক কাজের অবসান (কারখানা কখন ছুটি হবে?);
৩. কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য দৈনিক কর্মে বিরতি (আজ স্কুলের ছুটি);
৪. কর্ম থেকে কিছুকালের জন্য অবসর (বড়বাবু এক মাসের ছুটি নিয়েছেন);
৫. কর্ম থেকে স্হায়ী অবসর বা বিদায়, retirement;
৬. নিষ্কৃতি, মুক্তি, খালাস (কয়েদি ছুটি পেল)।
[হি. ছুটী]।
Leave a Reply