ছাড়ানো [ chāḍānō ] ক্রি.
১. ত্যাগ করানো (নেশা ছাড়ানো);
২. পরিবর্তন করানো (কাপড় ছাড়ানো);
৩. খালাস করা, উদ্ধার বা মুক্ত করা (জেল থেকে ছাড়িয়ে এনেছি);
৪. তাড়ানো (ভূত ছাড়ানো);
৫. মোচন করা (হাত ছাড়ানো);
৬. খোলা (জট ছাড়ানো);
৭. বাদ দেওয়া, বিচ্যুত করা (খোসা ছাড়ানো);
৮. অতিক্রম করা (আমাকে ছাড়িয়ে গেছে; ছেলে বাবাকেও ছাড়াবে)।
☐ বি. উক্ত সব অর্থে (আমাকে ছাড়ানো কি সোজা কথা?)।
☐ বিণ. উক্ত সব অর্থে (খোসা-ছাড়ানো ফল)।
[বাং. ছাড়া + নো]।
Leave a Reply