ঘোষ [ ghōṣa ] বি.
১. গম্ভীর শ্বদ বা ধ্বনি (তু. বজ্রনির্ঘোষ);
২. ঘোষণা ;
৩. গোয়ালা (ঘোষের দুধ);
৪. গোয়ালাদের পাড়া;
৫. বাঙালি কায়স্হদের পদবিবিশেষ।
[সং. √ঘুষ্ + অ]।
ঘোষক বিণ. বি. ঘোষণাকারী।
ঘোষযাত্রা বি. (প্রধানত মহাভারতে বর্ণিত দুর্যোধনের গোধন পরিদর্শনের জন্য) গোপপল্লিতে যাওয়া।
ঘোষবর্ণ বি. বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ এবং য্ র্ ল্ ব্ হ্।
Leave a Reply