ঘরানা [ gharānā ] বি. (সংগীতে) বংশবিশেষ কর্তৃক পুরুষানুক্রমে প্রচলিত অনুশীলনরীতি (বিষ্ণুপুর ঘরানা, পাতিয়ালা ঘরানা)।
☐ বিণ. ১. উচ্চবংশীয়; সদ্বংশজাত, বনেদি (ঘরানা লোক) ; ২. বংশীয় (নবাব ঘরানা); ৩. পারিবারিক, সকলের কাছে প্রকাশ্য নয় এমন (ঘরানা কথা, ঘরানা ব্যাপার)।
[হি. ঘরানা]।
Leave a Reply