ঘনানো [ ghanānō ] ক্রি. ১. নিকটবর্তী হওয়া, ঘনা (বিপদ ঘনিয়ে আসছে); ২. জমাট হওয়া বা করা (মেঘ ঘনিয়েছে)। ☐ বি. ১. নিকটবর্তী হওয়া; ২. ঘনীকরণ। ☐ বিণ. ঘনীকৃত। [বাং. √ঘন + আনো]। Category: ঘ, বাংলা অভিধানপূর্ববর্তী:« ঘনাত্যয়পরবর্তী:ঘনান্ত »
Leave a Reply