গাল১ [ gāla ] বি. গালি, গালাগালি (কথায় কথায় গাল দেয়)।
[বাং. গালি]।
গালমন্দ বি. গালাগালি, কটু কথা বলা, কটুকাটব্য।
গাল খাওয়া ক্রি. বি. গালি শোনা।
গাল পাড়া ক্রি. বি. গালি দেওয়া।
গাল২ [ gāla ] বি.
১. কপোল, গণ্ড, চোখের নীচে মুখের দুপাশ (গালে চুনকালি) ;
২. মুখবিবর (গালভরা ভাত)।
[সং. গল্ল]।
গালে চড় – জবরদস্তি করে অত্যন্ত চড়া দাম আদায় (দোকানদারটা তো আমার গালে চড় দিয়েছে)।
গালে চূনকালি – শাস্তিস্বরূপ গালে চুনকালি মাখিয়ে লোকসমাজে ঘোরানো; (আল.) তীব্র অপমান বা দূরপনেয় কলঙ্ক আরোপ।
গালে লাগা ক্রি. বি. ওল, কচু প্রভৃতি খাওয়ার ফলে মুখের মধ্যে কুটকুট করা।
গালে হাত দেওয়া ক্রি. বি. অবাক হওয়া।
গালগল্প বি. মনগড়া কথা, বানানো গল্প বা বর্ণনা।
গালপাট্টা বি. চাপদাড়ি, দুই গালজোড়া দাড়ি।
গালবাদ্য বি. মুখ ফুলিয়ে গাল বাজিয়ে বম্বম্ ধ্বনি করা।
গালভরা বিণ. (কথা, শব্দ প্রতিশ্রুতি ইত্যাদি সম্বন্ধে) বড়; (হাসি সম্বন্ধে) পূর্ণ সন্তোষসূচক (গালভরা হাসি)।
Leave a Reply