গালা১ [ gālā ] বি. লাক্ষা, লা, জতু।
[দেশি]।
গালা২ [ gālā ] ক্রি.
১. গালিয়ে ফেলা, দ্রব বা তরল করা;
২. ফাটিয়ে ভিতরের পদার্থ বার
করা (ফোঁড়া গালা) ;
৩. বার করে ফেলা, নিষ্কাশিত করা (ভাতের ফেন গালা)।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
[সং. √গল্ + ণিচ্ + বাং. আ]।
Leave a Reply