গাবা১ [ gābā ] ক্রি. ১. কলঙ্কযুক্ত করা বা হওয়া; ২. নৌকায় গাবের কষ লাগানো।
[বাং. গাব + আ]।
গাবানো১ ক্রি. গাবা।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
গাবা২ [ gābā ] বি. (আঞ্চ.) ১. গর্ভ; ২. গর্ত, খাদ (গঙ্গার গাবায় ফেলে দিয়ে এসো)।
☐ ক্রি. পুকুর, ডোবা প্রভৃতি জলশয়ের জল আলোড়িত করা বা ঘোঁটা।
গাবা৩ [ gābā ] ক্রি. ১. গর্বভরে নিজের প্রভাব প্রতিপত্তি প্রচার করা; ২. বিনা কাজে গল্পগুজব
করা এবং ঘুরে বেড়ানো (সারাদিন বেশ গাবিয়ে বেড়াচ্ছে)।
[< সং. গর্ব + বাং. আ]।
গাবানো২ ক্রি. গাবা।
☐ বি. উক্ত অর্থে।
Leave a Reply