গাদা১ [ gādā ] বি. বড় মাছের পিঠের অংশ (গাদার মাছ খেতে পারি না)।
[< গ্রা. বাং. গাঁত (=গাত্র)]।
গাদা২ [ gādā ] ক্রি. ঠেসে ভরা, ঠাসা, জোর করে ভরা।
☐ বি. গাদন।
☐ বিণ. ঠেসে ভরা হয় বা হচ্ছে এমন।
[হি. √গাদ + বাং. আ]।
গাদানো ক্রি. বি.
১. ঠেসে ভরা (এইটুকু ভ্যানে এতগুলো ছাগল গাদানো হয়েছে কেন?);
২. জোর করে খাওয়ানো।
গাদা বন্দুক বি. বারুদ ঠেসে ঠেসে ভরতে হয় এমন বন্দুক।
গাদা৩, গাদি [ gādā, gādi ] বি.
১. স্তূপ (খড়ের গাদা);
২. রাশি, ভিড় (বইয়ের গাদা)।
[হি. গদ্দা]।
গাদা গাদা বিণ. স্তূপীকৃত; রাশি রাশি; বহু।
গাদাগাদি বি. ঠাসাঠাসি, ঘেঁষাঘেঁষি; ভিড়।
Leave a Reply