গাত্র [ gātra ] বি.
১. শরীর, অঙ্গ, গা (‘ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্রে হল ব্যথা’: সু. রা);
২. পার্শ্বদেশ বা উপরিভাগ (পর্বতগাত্র)।
[সং. √গা (গত্যর্থক) + ত্র (‘ষ্ট্রন্’ করণে)]।
গাত্রজ্বালা, গাত্রদাহ বি. গায়ের জ্বালা; (আল.) ঈর্ষা, ক্রোধ প্রভৃতি মনোভাব।
গাত্রমার্জনী বি. গামছা তোয়ালে প্রভৃতি।
গাত্রহরিদ্রা বি. গায়েহলুদের অনুষ্ঠান।
গাত্রানুলেপনী বি. ১. গায়ে অনুলেপন করার অর্থাত্ অঙ্গরাগ লাগাবার তুলিকা ; ২. সাবান।
গাত্রবস্ত্র, গাত্রাবরণ, গাত্রাবরণী বি. ১. গায়ের চাদর; ২. বর্ম, সাঁজোয়া।
গাত্রোত্থান, গাত্রোত্পাটন বি. গা তোলা, শয্যা থেকে উঠে বসা বা দাঁড়ানো।
Leave a Reply