গাঢ় [ gāḍh ] বিণ.
১. ঘন (গাঢ় অন্ধকার);
২. গভীর (গাঢ় ঘুম, গাঢ় রহস্য) ;
৩. স্তূপীকৃত (গাঢ় মেঘ);
৪. তীব্র, প্রবল (গাঢ় প্রেম);
৫. ফাঁক নেই এমন, নিবিড় (গাঢ় আলিঙ্গন);
৬. অবরুদ্ধ (গাঢ় স্বরে বললেন)।
[সং. √গাহ্ + ত]।
বি. গাঢ়তা, গাঢ়ত্ব।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply