গাছা১ [ gāchā ] বি. পিলসুজ, দীপাধার।
[বাং. গাছ + আ (সাদৃশ্যার্থে)].
গাছা২, গাছি [ gāchā, gāchi ] সচ. দীর্ঘ ও সরু বস্তুর সংখ্যাসূচক বা নির্দেশক, enclitic; গোটা, খণ্ড, -টা, -টি (লাঠিগাছা, একগাছি মালা, পাঁচগাছি সজনে খাড়া)।
গাজন [ gājana ] বি. (বিশেষত চড়কের সময়) শিবের উত্সব; শিবের গান।
[সং. গর্জন]।
অনেক (অধিক) সন্ন্যাসীতে গাজন নষ্ট এক কাজে অনাবশ্যক অনেক কর্মী জুটলে বিশৃঙ্খলা ঘটে এবং কাজ পণ্ড হয়।
Leave a Reply