গাঁট, গাঁঠ [ gān̐ṭa, gān̐ṭha ] বি.
১. গেরো, বাঁধন (শক্ত গাঁট);
২. দেহের অস্হির সংযোগস্হল, গ্রন্হি (আঙুলের গাঁট) ;
৩. বস্তা, বাণ্ডিল (কাপড়ের গাঁট);
৪. ট্যাঁক, সঞ্চয়স্হান (গাঁটের পয়সা)।
[তু. হি. গঁঠ, গাঁঠ]।
গাঁটকাটা বি. যে ব্যক্তি পরের ট্যাঁক কেটে টাকাকড়ি চুরি করে, পকেটমার।
গাঁটগচ্চা বি. গাঁটের পয়সা অযথা খরচ।
গাঁটছড়া বি. হিন্দুদের বিবাহকালে বরের উত্তরীয়ের সঙ্গে কনের বস্ত্রাঞ্চলের গ্রন্হিবন্ধন।
গাঁটের পয়সা নিজের টাকা পয়সা; সঞ্চিত অর্থ।
Leave a Reply