গাঁজা১ [ gān̐jā ] বি. গঞ্জিকা, সিদ্ধি গাছের জটা থেকে প্রস্তুত মাদকবিশেষ ; ২. (আল.) অবাস্তব বা অলীক কথা।
[সং. গঞ্জা (=সুরাগৃহ) > হি. গাঞ্জা]।
গাঁজা খাওয়া ক্রি. বি. ১. গাঁজার ধোঁয়া পান করা; ২. (আল.) অলীক ও বানানো কথা বলা (গাঁজা খেয়ে কথা বলছ নাকি?)।
গাঁজাখোর বিণ. বি. গাঁজা খেতে অভ্যস্ত (ব্যক্তি), গেঁজেল।
গাঁজাখুরি বিণ. গাঁজাখোরের স্বপ্ন দেখার মতো আজগুবি; বিশ্বাস করা যায় না এমন।
গাঁজানো ক্রি. বাজে কথায় মত্ত হয়ে সময় নষ্ট করা।
☐ বি. উক্ত অর্থে।
গাঁজা২ [ gān̐jā ] ক্রি. ফেনাযুক্ত হওয়া; মেতে ওঠা; সঞ্চিত হওয়া।
☐ বি. বিণ. উক্ত সমস্ত অর্থে।
[বাং. √গাঁজ + আ]।
গাঁজানো ক্রি. গাঁজাযুক্ত করা, পচানো; মাতানো।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
গাঁজাকাটা বি. যে ব্যক্তি পরের ট্যাঁক কেটে টাকাকড়ি চুরি করে, পকেটমার।
গাঁজাগচ্চা বি. গাঁটের পয়সা অযথা খরচ।
গাঁজাছড়া বি. হিন্দুদের বিবাহকালে বরের উত্তরীয়ের সঙ্গে কনের বস্ত্রাঞ্চলের গ্রন্হিবন্ধন।
Leave a Reply