গুলা২, গোলা [ gulā, gōlā ] ক্রি. ১. তরল বস্তুতে অতরল বস্তু মিশিয়ে সম্পূর্ণভাবে একাকার করে দেওয়া (জলে রং গোলা, জলে চিনি গুলে দেওয়া); ২. গোলমাল করে ফেলা (সে সবকিছু গুলিয়ে ফেলেছে); ৩. বিশৃঙ্খল হওয়া (হিসাব গুলিয়ে যাচ্ছে) ; ৪. ঘুলিয়ে তোলা, আলোড়িত করা; ৫. ঘুলিয়ে ওঠা, আলোড়িত হওয়া (পেট গুলানো)।
[দেশি]।
Leave a Reply