গুছা, গোছা [ guchā, gōchā ] ক্রি.
১. সাজানো, সুবিন্যস্ত করা (জিনিসপত্র গোছাও, সব কথা গুছিয়ে বলা যাবে না);
২. সংস্হান করা, সংগ্রহ করা, ব্যবস্হা করা (ঘর গুছিয়ে নিয়েছে);
৩. হাসিল করা (কাজ গুছিয়ে নিয়েছে)।
গুছানো, গোছানো ক্রি. গুছা, গোছা।
☐ বি. উক্ত অর্থে।
☐ বিণ. গুছিয়ে রাখা হয়েছে এমন (গোছানো সংসার); গুছিয়ে রাখতে অভ্যস্ত।
গুছানে, গোছানে বিণ. গুছিয়ে রাখতে অভ্যস্ত।
Leave a Reply