গুটি১ [ guṭi ] (অল্পার্থে) সংখ্যার নির্দেশক (গুটি দুয়েক)।
[বাং. গোটা + ই]।
গুটিকত, গুটিকতক বিণ. কয়েকটি, অল্পসংখ্যক।
গুটি২, গুটিকা [ guṭi, guṭikā ] বি.
১. বটিকা, বাড়ি (ঔষধের গুটিকা);
২. গুলি, ছোট ডেলা;
৩. ঘুঁটি (দাবার গুটি);
৪. নবজাত ফল, কুশি (আমের গুটি) ;
৫. ছোট ছোট দানা বা গোলাকার বস্তু ;
৬. বসন্ত ইত্যাদি রোগের ব্রণ (মারীগুটিকা);
৭. রেশমের কোষ (রেশমের গুটি);
৮. কোষকীট (গুটি পোকা)।
[সং. √গুড়্ (=গুট্) + ই (স্বার্থে) + আ]।
গুটিপোকা বি. রেশমকীট, তুঁতপোকা।
Leave a Reply