গুজগুজ [ guja-guja ] অব্য. ১. নিচু কণ্ঠে পরস্পর আলাপ; ২. গোপন পরামর্শ (তখন থেকে দুজনে কী এত গুজগুজ করছ?)।
[দেশি.-তু. সং. √গুজ্ (শব্দ করা)]।
গুজগুজে বিণ. মনের কথা স্পষ্ট করে প্রকাশ করে না এমন (গুজগুজে স্বভাব)। গুজ-গুজানি বি. গোপন পরামর্শ; নিচু স্বরে কথাবার্তা।
Leave a Reply