গুল১ [ gula ] বি. ১. পোড়া তামাক; ২. (জ্বালানি হিসাবে) গোবর, কয়লার গুঁড়ো বা মাটি মিশিয়ে প্রস্তুত গুলি। [বাং. গুলি]।
গুল২ [ gula ] বি. ১. গোলাপ ফুল (গুলবাগ, গুলবাগিচা); ২. ফুলের নকশা। [ফা. গুল্]।
গুল৩ [ gula ] (অশা.) বি. ধাপ্পা; বাজে বা মিথ্যা কথা (গুল মারা)।
[তু. ফা. গুলতান্]।
গুলবাজ বিণ. মিথ্যাবাদী। গুল মারা ক্রি. বি. ধাপ্পা দেওয়া, মিথ্যা কথা বলা।
Leave a Reply