গুম১ [ guma ] অব্য. গম্ভীর শব্দবিশেষ; কিলের শব্দ (গুম করে মারল এক কিল)।
[দেশি]।
গুম গুম, গুমাগুম অব্য. ক্রি-বিণ. ক্রমাগত গুম শব্দ; গুম গুম করে (গুমাগুম কিলোতে লাগল)।
গুম২ [ guma ] বিণ.
১. গুপ্ত, অপ্রকাশিত (গুমখুন);
২. নিখোঁজ (গুম করা, গুম হওয়া) ;
৩. নির্বাক ও নিশ্চল, স্তম্ভিত (গুম হয়ে বসে আছে)।
[ফা. গুম্]।
Leave a Reply