গুরু [ guru ] বি.
১. ধর্মোপদেষ্টা; দীক্ষাদাতা, মন্ত্রদাতা;
২. আচার্য, উপদেশক, শিক্ষক (গুরুর কাছে শেখা বিদ্যা) ;
৩. গুরুজন, মাননীয় বা পূজনীয় ব্যক্তি;
৪. দেবগুরু বৃহস্পতি (গুরু বার) ;
৫. (অমা.) ওস্তাদ্, নেতা (ওসব ধান্দা ছাড়ো গুরু)।
☐ বিণ.
১. ভারী, অধিক (সংখ্যাগুরু সম্প্রদায়);
২. দুর্বহ (গুরুভার) ;
৩. দায়িত্বপূর্ণ;
৪. কঠিন (গুরুদণ্ড);
৫. মহান (গুরু দায়িত্ব) ;
৬. অলঘু (গুরুপাক খাদ্য);
৭. অতিরিক্ত, অধিক (গুরুভোজন) ;
৮. (ব্যাক.) দীর্ঘ মাত্রাযুক্ত।
[সং. √গৃ + উ]।
গুরুকুল বি. ১. গুরুর গৃহ বা আশ্রম; ২. পুরুষানুক্রমে পারিবারিক আচার্যের বংশ; ৩. হরিদ্বারের নিকটবর্তী প্রাচীন ভারতীয় আদর্শে স্হাপিত শিক্ষাকেন্দ্র।
গুরুগম্ভীর বিণ. গভীর অর্থযুক্ত এবং গম্ভীর শব্দবিশিষ্ট (গুরুগম্ভীর বর্ণনা, গুরুগম্ভীর ভাষা)।
গুরুগিরি বি. গুরুর বৃত্তি বা পেশা।
গুরুগৃহ বি. গুরুর বাড়ি।
গুরুচণ্ডালী বি. ১. সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার মিশ্রণ; ২. সংস্কৃত শব্দের সঙ্গে দেশজ শব্দের মিশ্রণ; ৩. গম্ভীর শব্দের সঙ্গে হালকা ও চটুল শব্দের মিশ্রণ (যথা, বারিধিতে ডুব দেওয়া, ডোবার জলে নিমজ্জিত)।
গুরুজন বি. পূজনীয় বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি।
গুরুঠাকুর বি. পারিবারিক ও বংশানুক্রমিক ধর্মোপদেষ্টা।
গুরুতর বিণ. ১. দুইয়ের মধ্যে অধিক গুরু; মহত্তর ; ২. সাংঘাতিক, ভয়ানক (একটা গুরুতর ব্যাপার ঘটে গেছে)।
গুরুতা,গুরুত্ব বি. ১. গুরুগিরি; ২. মহত্ত্ব, মূল্য; ৩. মনোযোগ পাওয়ার যোগ্যতা (কথার গুরুত্ব); ৪. ভার, ওজন (gravity); ৫. আধিক্য (অপরাধের গুরুত্ব) ; ৬. গাম্ভীর্য (পরিস্হিতির গুরুত্ব)।
গুরুদক্ষিণা বি. শিক্ষা সমাপ্ত হবার পর শিষ্য কর্তৃক গুরুকে দেওয়া অর্থ বা মূল্য, গুরুবিদায়।
গুরুদশা বি. ১. পিতা বা মাতার মৃত্যুজনিত অবস্হা; ২. (জ্যোতিষ) বৃহস্পতির দশা।
গুরুপাক বিণ. সহজে হজম হয় না এমন।
গুরুবরণ বি. দীক্ষাগুরুকে বস্ত্র অর্থ অলংকার ইত্যাদি দিয়ে বরণ বা পূজা।
গুরুবল বি. গুরুর করুণারূপ শক্তি; গুরুর আশীর্বাদ।
গুরুবার বি. বৃহস্পতিবার।
গুরুভাই বি. একই গুরুর শিষ্য।
গুরুমহাশয়,গুরুমশাই বি. ১. (প্রধানত পাঠশালার) শিক্ষক (‘পাঠশালাটি দোকান-ঘরে, গুরুমশাই দোকান করে’: স. দ.); ২. (ব্যঙ্গে) অকালপক্ব বা ডেঁপো ছেলে; জ্যাঠা ছেলে।
গুরুমা বি. ১. ধর্মোপদেশদাত্রী; ২. গুরুর পত্নী। গুরু-মারা বিদ্যা গুরুর কাছ থেকে লব্ধ যে বিদ্যা গুরুকেই জব্দ বা পরাজিত করবার জন্য ব্যবহৃত হয়।
গুরুমুখী বিদ্যা যে বিদ্যা কেবল গুরুর কাছ থেকেই পাওয়া যায়, অর্থাত্ যা বই পড়ে বা অন্যভাবে অর্জন করা যায় না (সংগীত একটি গুরুমুখী বিদ্যা)।
গুরুমুখী, গুরমুখী বি. শিখদের মধ্যে প্রচলিত বর্ণমালাবিশেষ।
গুরুয়া বিণ. তীব্র, দুঃসহ (‘গুরুয়া দুখভার’: বিদ্যা); ২. বিপুল (‘গিরিবর গুরুয়া’: বিদ্যা) ; ৩. দুর্ভর (‘গুরুয়া কবরীভার’: শ্রীকৃষ্ণমঙ্গল); ৪. গভীর, উত্কৃষ্ট (‘আমোদ গুরুয়া’: শ্রীকৃষ্ণমঙ্গল)।
গুরুলঘুজ্ঞান বি. কে মান্য বা পূজ্য এবং কে নয় এই জ্ঞান (ছেলেটার এখনও গুরু-লঘু জ্ঞানই হল না)।
গুরুলাঘব বি. আপেক্ষিক গুরুত্ব ও লঘুত্ব।
গুরুসেবা বি. গুরুর পরিচর্যা।
গুরুস্হানীয় বিণ. গুরুতুল্য। যেমন গুরু তেমনি চেলা গুরু ও শিষ্য দুজনেই সমান মন্দ বা মূর্খ।
Leave a Reply