গোল১ [ gōla ] বি. ১. ফুটবল হকি প্রভৃতি খেলায় বল যে নির্দিষ্ট স্হানে প্রবেশ করাতে হয় (গোল রক্ষা করা, গোলে দাঁড়ানো); ২. ওই স্হানে বল পাঠানো (গোল দেওয়া, তিন গোলে জিতেছি)।
[ইং. goal]।
গোল২ [ gōla ] বি. ১. জোর শব্দ, চিত্কার, গোলমাল (ছেলেরা গোল করছে); ২. সরলতার অভাব, জটিলতা, প্যাঁচ (তার মনে বেশ গোল আছে); ৩. সন্দেহ (মনের গোল মেটানো); ৪. ফ্যাসাদ, ঝামেলা (ভারি গোল বেধেছে) -তু. গণ্ডগোল; ৫. ভুল (না বুঝে গোল করে ফেলেছি)। [ফা. গোল্]।
গোলে হরিবোল দেওয়া ক্রি. বি. গোলমাল বা ভিড়ের সুযোগে কাজে ফাঁকি দেওযা।
গোল৩ [ gōla ] বিণ. গোলাকার, বৃত্তাকার, বর্তুলাকার, round (গোল মাঠ)। ☐ বি. ১. বৃত্ত, বৃত্তাকৃতি বস্তু; ২. মণ্ডল (ভূগোল); ৩. কন্দুক, গোলক, ball. [সং. গুড়্ + অ]।
গোলগাল বিণ. প্রায় গোলাকৃতি; হৃষ্টপৃষ্ট (গোলগাল চেহারা)।
Leave a Reply