গৌড় [ gauḍ ] বি. বাংলাদেশের, বিশেষত উত্তরবঙ্গের প্রাচীন নাম।
[সং. গুড় + অ]।
গৌড়ী বি. ১. সংগীতের রাগিণীবিশেষ; ২. কাব্যের রীতিবিশেষ; ৩. গুড় থেকে প্রস্তুত মদবিশেষ।
☐ বিণ. গৌড়সম্বন্ধীয়।
গৌড়ীয় বিণ. ১. গৌড়দেশে উত্পন্ন ; ২. গৌড়দেশসম্বন্ধীয়; ৩. গৌড়দেশের বা গৌড়দেশীয় (গৌড়ীয় মঠ)।
Leave a Reply