গৌরী [ gaurī ] বি. ১. গৌরবর্ণা নারী; ২. দুর্গা; ৩. অবিবাহিতা অষ্টমবর্ষীয়া বালিকা।
☐ বিণ. গৌরবর্ণা।
[সং. গৌর + ঈ]।
গৌরীদান বি. ১. অষ্টমবর্ষীয়া কন্যাকে বিবাহে সম্প্রদান; ২. (আল.) অপ্রাপ্তবয়স্কাকে অর্থাত্ নিতান্তই বালিকাকে বিবাহে সম্প্রদান।
গৌরীপট্ট বি. শিবলিঙ্গের নিম্নস্হ পীঠ, পেনেট।
গৌরীশংকর, গৌরীশঙ্কর বি. ১. দুর্গা ও শিব ; ২. হিমালয়ের চূড়াবিশেষ।
Leave a Reply