গ্রন্থ [ granha ] বি. ১. বই; পুঁথি; ২. শাস্ত্র।
[সং. √গ্রন্হ্+ অ]।
গ্রন্থকার, গ্রন্থকর্তা (-র্তৃ) বি. গ্রন্হের রচয়িতা; লেখক।
গ্রন্থকীট বি. ১. বইয়ের পোকা; ২. (আল.) গ্রন্হপাঠে অত্যধিক অনুরক্ত এবং অন্য কোনো দিকে খেয়াল নেই এমন ব্যক্তি, book-worm.
গ্রন্থমেলা বি. বইমেলা, যেখানে বহু বই বিক্রয়ের জন্য প্রদর্শিত হয়।
গ্রন্থসাহেব বি. শিখ ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্হ।
গ্রন্থসূচি বি. বইয়ের তালিকা, catalogue.
গ্রন্থস্বত্ব বি. কোনো গ্রন্হের মুদ্রণ বা প্রকাশ সম্পর্কে উক্ত গ্রন্হের লেখক বা তাঁর মনোনীত ব্যক্তির অধিকার, copyright.
Leave a Reply