গ্রহ [ graha ] বি.
১. (জ্যোতি.) সূর্যকে প্রদক্ষিণকারী পৃথিবীবুধাদি জ্যোতিষ্ক, planet;
২. গ্রহণ, ধারণ (রূপগ্রহ, দারগ্রহ);
৩. উপলব্ধি (অর্থগ্রহ) ;
৪. গ্রহবৈগুণ্য, কুগ্রহ (গ্রহের ফের), দুরদৃষ্টি।
[সং. √গ্রহ্ + অ]।
গ্রহদেবতা বি. (জ্যোতিষ.) গ্রহের অধিদেবতা।
গ্রহদোষ বি. (জ্যোতিষ.) গ্রহের বিরুদ্ধ বা প্রতিকূল দৃষ্টি বা আচরণ।
গ্রহপতি বি. সূর্য। ̃ বিদ্যা বি. জ্যোতিষবিদ্যা।
গ্রহবিপাক বি. অশুভ গ্রহের প্রভাবের ফলে বিপত্তি।
গ্রহবিপ্র বি. জ্যোতিষী, গ্রহাচার্য।
গ্রহবৈগুণ্য বি. গ্রহদোষ -এর অনুরূপ।
গ্রহমণ্ডল বি. জ্যোতির্মণ্ডল, গ্রহজগত্।
গ্রহরাজ বি. ১. সূর্য; ২. চন্দ্র; ৩. বৃহস্পতি।
গ্রহশান্তি অশুভ গ্রহের প্রভাব দূর করার জন্য পূজা বা স্বস্ত্যয়ন।
গ্রহস্ফুট বি. (জ্যোতিষ.) গ্রহের স্হিতিস্হাপক রাশি।
গ্রহের ফের বি. ১. কুগ্রহের বা অদৃষ্টের প্রতিকূল আচরণ ; ২. বিপদ।
Leave a Reply