গ্যাস [ gyāsa ] বি. বায়ব্য পদার্থ, কয়লা প্রভৃতি থেকে উত্পন্ন বায়ব্য দাহ্য পদার্থ।
[ইং. gas]।
গ্যাস দেওয়া, গ্যাস ছাড়া (অশা.) বি. ক্রি. বাজে কথা বলা; মিথ্যা গল্প বলা; মিথ্যা কথা বিশ্বাস করবার চেষ্টা করা।
তু. গুল মারা।
গ্যাসবেলুন বি. গ্যাস-পোরা বেলুন।
গ্যাসীয় বিণ. ১. গ্যাসসংক্রান্ত; ২. গ্যাসজাত ; ৩. গ্যাসধর্মী।
Leave a Reply