গান [ gāna ] বি.
১. কণ্ঠসংগীত;
২. সংগীত (আমি গান ভালোবাসি);
৩. গীতিকবিতা, কবিতা;
৪. গীতাভিনয় (পালাগান);
৫. সুমধুর ধ্বনি (পাখির গান)।
[সং. √গৈ + অন]।
ওস্তাদি গান বি. ধ্রুপদ খেয়াল প্রভৃতি উচ্চাঙ্গের গান।
চটকি গান বি. খেমটা প্রভৃতি হালকা চালের ও তালের গান।
গানের দল বি. পেশাদারি গায়কের দল।
Leave a Reply