গলানো ক্রি.
১. গালানো, দ্রব বা তরল করা ; গালিয়ে ফেলা; তরল বা দ্রব করা (সোনা গালানো)।
২. সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে চালনা করা (সে বলটা জানলা দিয়ে গলিয়ে দিল);
৩. অভিভূত করা (মিষ্টি কথায় তাঁকে গলিয়ে দিল);
৪. প্রবেশ করানো, ঢুকানো (ছুঁচে সুতো গলানো) ;
৫. পরিধান করা (জুতোটা পায়ে গলাও, জামাটা গলিয়ে নিই)।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
Leave a Reply