গলা১ [ galā ] বি.
১. কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক;
২. ঘাড়; গ্রীবা;
৩. টুঁটি (গলা চেপে ধরেছে) ;
৪. কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ;
৫. গলার জোর (কী গলা ! চিত্কার করতে গলা থাকা চাই)।
[সং. গল + বাং. আ (স্বার্থে)]।
ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি।
গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া।
গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া।
গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া।
গলায় গলায় বিণ. ১. আকণ্ঠ; ২. অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)।
☐ ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে।
গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)।
গলায় লাগা ক্রি. বি. ১. ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; ২. (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা।
গলাকাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু।
☐ বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)।
গলাগলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা।
গলাটিপি বি. গলা টিপে ধরা।
গলাধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন।
গলাবন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার।
গলাবাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা।
গলাভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর।
গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা।
গলা২ [ galā ] ক্রি.
১. গলে যাওয়া, তরল বা দ্রব হওয়া (বরফ গলা) ;
২. সরু ফাঁকের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া (হাত দিয়ে জল গলে না, ‘পাঁচিলের ফোকর গলে’: নজরুল);
৩. অভিভূত হওয়া (পুত্রস্নেহে গলে যাওয়া);
৪. ফেটে নরম ও তরল হওয়া (ফোঁড়া গলে যাওয়া);
৫. ঢোকা, প্রবেশ করা (এর মধ্যে মাথা গলবে না) ;
৬. বেশি সিদ্ধ হয়ে নরম হওয়া (ভাত গলে গেছে)।
☐ বি. উক্ত সব অর্থে।
☐ বিণ. গলিত, দ্রবীভূত; জীর্ণ; অতিরিক্ত নরম হয়েছে বা ফেটে গেছে এমন; পচা (পচা-গলা)।
[বাং. √গল্ (সং. √গল্) + আ]।
গলানো ক্রি.
১. গালানো, দ্রব বা তরল করা ;
২. সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে চালনা করা (সে বলটা জানলা দিয়ে গলিয়ে দিল);
৩. অভিভূত করা (মিষ্টি কথায় তাঁকে গলিয়ে দিল);
৪. প্রবেশ করানো, ঢুকানো (ছুঁচে সুতো গলানো) ;
৫. পরিধান করা (জুতোটা পায়ে গলাও, জামাটা গলিয়ে নিই)।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
Leave a Reply