গর্ভ [ garbha ] বি.
১. অভ্যন্তর, ভিতর (নারকেলের গর্ভ);
২. তলদেশ (নদীগর্ভ, খনির গর্ভ) ;
৩. উদর, কুক্ষি, গর্ভাশয় (গর্ভে সন্তান ধারণ);
৪. ভ্রূণ, উদরস্হ সন্তান (গর্ভপাত);
৫. অন্তঃসত্ত্বা অবস্হা (গর্ভ-লক্ষণ)।
[সং. √গৃ + ভ]।
গর্ভকেশর বি. (উদ্ভি.) পুষ্পের যে কেশরের নীচে বীজকোষ থাকে, pistil.
গর্ভকোষ বি. জরায়ু।
গর্ভগৃহ – গর্ভাগার -এর অনুরূপ।
গর্ভচ্যুত বিণ. (সচরাচর অস্বাভাবিকভাবে) গর্ভ থেকে পতিত বা নিঃসৃত।
গর্ভজ বিণ. গর্ভে জাত।
গর্ভদাস বি. ক্রীতদাসীর গর্ভজাত পুত্র।
গর্ভধারণ বি. অন্তঃস্বত্ত্বা হওয়া।
গর্ভধারিণী বি. (স্ত্রী.) মাতা, জননী।
গর্ভনাড়ী বি. যে নাড়ীর এক প্রান্ত গর্ভস্হ শিশুর নাড়ীর সঙ্গে এবং অপর প্রান্ত গর্ভপুষ্পের সঙ্গে যুক্ত থাকে।
গর্ভনিঃসৃত বিণ. গর্ভ থেকে বাইরে নির্গত হয়েছে এমন।
গর্ভপাত বি. ১. অসময়ে বা অস্বাভাবিকভাবে ভ্রূণের গর্ভচ্যুতি; ২. ভ্রূণহত্যা।
গর্ভবতী বিণ. (স্ত্রী.) অন্তঃসত্ত্বা; গর্ভে সন্তান আছে এমন।
গর্ভবাস বি. মাতৃগর্ভে অবস্হান।
গর্ভমাস বি. গর্ভারম্ভের মাস।
গর্ভমোচন বি. প্রসব।
গর্ভযন্ত্রণা বি. গর্ভধারণের কষ্ট; (আল.) অসহ্য যন্ত্রণা।
গর্ভলক্ষণ বি. গর্ভসঞ্চারের লক্ষণ, যেসব চিহ্ন দেখলে বোঝা যায় যে গর্ভে সন্তান আছে।
গর্ভসংক্রমণ, গর্ভসঞ্চার বি. গর্ভে সন্তানের জন্ম, গর্ভে ভ্রূণের জন্ম।
গর্ভস্হ বিণ. গর্ভের, গর্ভে রয়েছে এমন (গর্ভস্হ সন্তান)।
গর্ভস্রাব বি. ১. অসময়ে গর্ভপাত; ২. ভ্রূণহত্যা; ৩. (গালি) অপদার্থ; মনুষ্যত্বহীন।
গর্ভাগার বি. ১. আঁতুরঘর; ২. ঘরের মধ্যে ছোট ঘর, অন্তঃকক্ষ।
গর্ভাঙ্ক বি. নাটকের অঙ্কের মধ্যস্হিত অংশ বা দৃশ্য।
গর্ভাধান বি. ১. বিবাহিতা নারীর প্রথম রজোদর্শন উপলক্ষ্যে সংস্কারবিশেষ; ২. সন্তান উত্পাদন।
গর্ভাশয়, গর্ভশয্যা বি. জরায়ু, গর্ভস্হ সন্তান যেখানে থাকে।
গর্ভিণী বি. (স্ত্রী.) গর্ভবতী নারী, পোয়াতি।
Leave a Reply