গরিব [ gariba ] বিণ. দরিদ্র।
[আ. গরীব্]।
গরিবখানা বি. দীনের কুটির; (সৌজন্য ও বিনয় প্রকাশার্থে) আমার গৃহ।
[আ. গরীব্ + ফা. খানা৩.]।
গরিবগুরবো বি. দরিদ্র লোকজন; বিত্তহীন সম্প্রদায় (গরিবগুরবোদের কথাও একটু ভাবা উচিত ছিল)।
গরিবানা, গরিবিয়ানা বি. গরিবের ভাব; গরিবের মতো চালচলন।
☐ বিণ. দরিদ্রোচিত।
গরিবি বি. ১. দারিদ্র; ২. দুঃখদৈন্য।
Leave a Reply