গরগর১, গর্গর [ gara-gara, gar-gar ] অব্য. ক্রোধাদি লক্ষণপ্রকাশক।
গরগর করা ক্রি. বি. ১. রাগের ভাব প্রকাশ করা, গর্জন করা (রাগে গরগর করতে লাগল); ২. টকটকে লাল করা (চোখ গরগর করা)।
গরগরে বিণ. গরগর ভাবযুক্ত; গরগর শব্দযুক্ত।
গরগর২ [ gara-gara ] বিণ. ১. গদ্গদ, বিহ্বল, অভিভূত (ভাবে গরগর); ২. উল্লসিত (‘রাইরূপ হেরি অন্তর গরগর’: বিদ্যা.); ৩. টকটকে, ঘোর লাল। [দেশি]।
Leave a Reply