গভীর [ gabhīra ] বিণ.
১. নিম্নে অর্থাত্ নীচের দিকে সুদূরবিস্তৃত (গভীর জল) ;
২. অতিনিম্ন (গভীর খাদ);
৩. নিচু তলদেশবিশিষ্ট (গভীর পাত্র);
৪. নিবিড়, গহন (গভীর বন);
৫. প্রগাঢ (গভীর চিন্তা, গভীর জ্ঞান);
৬. দুর্গম, দুরধিগম্য, জটিল, দুর্বোধ্য (গভীর তত্ত্ব, গভীর ব্যাপার) ;
৭. গম্ভীর (গভীর কণ্ঠ) ;
৮. জমাট, ঘন (গভীর অন্ধকার)।
☐ বি. দুর্গম দূরবর্তী বা গোপন স্হান (মনের গভীরে)।
[সং. √গম্ + ঈর, নি.]।
বি. গভীরতা, গভীরত্ব।
গভীর জলের মাছ (আল.) অগাধ জলের মাছের মতো যাকে সহজে ধরাছোঁয়া যায় না; অত্যন্ত ধূর্ত ও চাপা স্বভাবের লোক।
Leave a Reply