গন্ধ [ gandha ] বি.
১. বস্তুর যে-গুণ কেবল নাকের দ্বারা অনুভবনীয়. বাস (গন্ধ ছড়ায়);
২. ঘ্রাণ (গন্ধ পাচ্ছি);
৩. সুগন্ধ (গন্ধ মেখেছে?);
৪. সামান্যতম উল্লেখ, লেশ (নামগন্ধ নেই);
৫. সম্পর্ক (এর সঙ্গে টাকার কোনো গন্ধ নেই)।
[সং. √গন্ধ্ + অ]।
গন্ধকাষ্ঠ বি. চন্দন কাঠ; কালাগুরু।
গন্ধগোকুল, গন্ধগোকুলা বি. নকুল বা বেজিজাতীয় জন্তুবিশেষ, খট্টাশ। [সং. গন্ধনকুল]।
গন্ধতেল, গন্ধতৈল বি. সুবাসিত তেল, ফুলেল তেল।
গন্ধদ্রব্য বি. ১. সুগন্ধ দ্রব্য ; ২. নাগকেশর।
গন্ধপুষ্প বি. সুগন্ধি ফুল; সচন্দন ফুল।
গন্ধবণিক (-ণিজ্) বি. গন্ধদ্রব্য ব্যবসায়ী; মশলা ব্যবসায়ী, বাঙালি হিন্দু সম্প্রদায়বিশেষ. গন্ধবেনে।
গন্ধবহ, গন্ধবাহ বি. বাতাস।
গন্ধভাদাল, গন্ধভাদুলি বি. দুর্গন্ধযুক্ত লতাবিশেষ, গাঁধাল।
গন্ধমাদন বি. রামায়ণোক্ত যে বিশাল পর্বত হনুমান বিশল্যকরণীর জন্য উপড়ে এনেছিলেন।
গন্ধমূষিক বি. ছুঁচো।
গন্ধমৃগ বি. কস্তুরীমৃগ।
গন্ধরাজ বি. সুগন্ধি সাদা ফুলবিশেষ।
গন্ধসার বি. চন্দন; চন্দন গাছ।
গন্ধে গন্ধে ক্রি-বিণ. সূত্র অনুসরণ করে (গন্ধে গন্ধে এসে ঠিক হাজির হয়েছে)।
Leave a Reply