গনা, গণা [ ganā, gaṇā ] ক্রি. ১. গণনা করা, গোনা; ২. গণ্য করা (মানুষ বলেই গনে না) ; ৩. অনুমান করা, আঁচ করা (বিপদ গনলাম)।
☐ বি. ১. গণন (গনাগুনতি); ২. গণ্য করা; ৩. অনুমান।
☐ বিণ. ১. গণিত (গনা ফল); ২. ঠিক ঠিক, পুরোপুরি (গনা দশ বছর)।
[সং. √গণ + বাং. আ]।
গনাগনতি, গনাগুনতি, গনাগাঁথা বিণ. একেবারে ঠিক ঠিক, কমও নয় বেশিও নয় এমন।
Leave a Reply