গণ্ড [ gaṇḍa ] বি.
১. গাল, কপোল (গণ্ডদেশ);
২. আব, বড় ফোঁড়া, মাংসস্ফীতি (গলগণ্ড) ;
৩. গ্রন্হি;
৪. চিহ্ন;
৫. যোগবিশেষ।
☐ বিণ. ১. প্রধান; ২. ক্ষুদ্র ও দূরবর্তী (কোন গণ্ডগ্রামে তার বাড়ি)।
[সং. √গণ্ড্ + অ]।
গণ্ডকূপ বি. ১. অধিত্যকা; ২. গালের টোল।
গণ্ডগ্রাম বি. ১. জনবহুল বড় গ্রাম; ২. দূরবর্তী ও ক্ষুদ্র গ্রাম।
গণ্ডদেশ বি. গাল, কপোল।
গণ্ডমালা বি. গলদেশের গ্রন্হিস্ফীতি রোগ।
গণ্ডমূর্খ বি. একেবারে মূর্খ, আকাট মূর্খ।
গণ্ডযোগ বি. (জ্যোতিষ.) যে যোগে জন্ম হলে জাতকের মাতা-পিতার মৃত্যু হয়।
গণ্ডশৈল বি. ১. পাহাড়ের গা থেকে উত্ক্ষিপ্ত বড় পাথর ; ২. ছোট পাহাড়।
গণ্ডস্হল বি. গাল, কপোল।
Leave a Reply