গড়১ [ gaḍ ] বি.
১. দুর্গ, কেল্লা (গড়ের মধ্যে বন্দি সৈন্য);
২. খাত, পরিখা (গড় পার হয়ে কেল্লায় ঢুকেছে) ;
৩. ধান ভানার সময় মুষলের আঘাত যে গহ্বরের মধ্যে পড়ে।
[সং. গর্ত > গড্ড]।
গড়খাই বি. দুর্গের চারপাশের খাত বা পরিখা।
[গড় + খাত > খাই]।
গড়ের বাদ্যি বি.
১. কেল্লার সৈন্যদলের বাজনা ;
২. বিলাতি ব্যাণ্ডপার্টির বাজনা; গোরার বাজনা।
গড়ের মাঠ বি.
১. নগরদুর্গ ও নগরভবনগুলির মধ্যবর্তী মাঠ বা সমতল জমি esplanade;
২. (আল.) খালি, শূন্য (পকেট গড়ের মাঠ)।
গড়২ [ gaḍ ] বি. প্রণাম, দণ্ডবত্ হওয়া, প্রণিপাত।
[দেশি]।
গড় করা ক্রি. বি. প্রণাম করা (দাদুকে গড় করো)।
গড় হওয়া ক্রি. বি. প্রণত হওয়া (গড় হয়ে বললাম)।
গড়৩ [ gaḍ ] বি. মোটামুটি হিসাব, মাঝামাঝি গণনা, average (গড় কষা, গড়ে পাঁচ টাকা)।
[সং. গণ]।
গড়পড়তা ক্রি-বিণ. গড়ে, স্হূল গণনায়, মোটামুটি হিসাবে (গড়পড়তা পাঁচ টাকা)।
Leave a Reply