গোলাম [ gōlāma ] বি.
১. ভৃত্য, চাকর;
২. ক্রীতদাস;
৩. তাসের ফোঁটা বা রংবিশেষ।
[আ. গুলাম]।
গোলামখানা বি.
১. গোলামদের বাসস্হান ;
২. (আল.) গোলাম বা গোলামের মনোবৃত্তিসম্পন্ন লোক তৈরি করার কারখানা (এই গোলামখানা থেকে উদ্ধার পাওয়া কঠিন)।
গোলামি বি. গোলামের বৃত্তি, দাসত্ব (বিদেশি সরকারের গোলামি আর করব না)।
Leave a Reply