গোলমাল [ gōla-māla ] বি.
১. বহু লোকের মিলিত চিত্কার, হট্টগোল (ওখানে এত গোলমাল কীসের?);
২. বিশৃঙ্খলা (তুমি কাজে হাত দিয়েই তো সব গোলমাল করে ফেলেছ);
৩. বিঘ্ন; হাঙ্গামা (এখন এই গোলমাল থেকে উদ্ধার কী করে পাব?)।
[হি. গোলমাল]।
গোলমেলে বিণ.
১. জটিল;
২. বিশৃঙ্খল (গোলমেলে ব্যাপার);
৩. অবিন্যস্ত, অসংলগ্ন, এলোমেলো।
Leave a Reply