গোরা [ gōrā ] বিণ.
১. গৌরবর্ণ, ফরসা;
২. (ফরসা বলে) ইংরেজজাতীয় (গোরা পল্টন, গোরা সৈন্য)।
☐ বি.
১. শ্রীচৈতন্য (‘কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে ঘনে ঘনে’: বা. ঘো.);
২. ইয়োরোপের অধিবাসী;
৩. ইয়োরোপীয় সৈন্য (একদল গোরা)।
[সং. গৌর]।
গোরাচাঁদ বি. শ্রীচৈতন্য, গৌরচন্দ্র।
গোরার বাদ্য বি. ইয়োরোপীয় সৈনিকদের বাজনা।
Leave a Reply