গোয়াল১ [ gōẏāla ] বি. গোরু রাখার ঘর, গোগৃহ।
[সং. গোশালা < প্রাকৃ. গোহালা]।
গোয়াল২, গোয়ালা, গয়লা [ gōẏāla, gōẏālā, gaẏalā ] বি.
১. গোপ, গোপালক;
২. দুগ্ধ ব্যবসায়ী।
[সং. গোপাল]।
স্ত্রী. গোয়ালিনি, গয়লানি।
নামে গোয়ালা কাঁজি ভক্ষণ নিজে গোয়ালা হয়েও দুধ খেতে পায় না-খায় আমানি; (আল) নামমাত্র সার, কাজে কিছু নয়।
Leave a Reply